করোনা ও ইনফ্লুয়েঞ্জা মিলে নতুন আতঙ্কের নাম ‘ফ্লোরোনা’

করোনাভাইরাস ও তার নতুন নতুন রূপান্তরিত ধরনে বিধ্বস্ত গোটা বিশ্ব। এবার করোনার সঙ্গে ইনফ্লুয়েঞ্জা জুড়ে গিয়ে নতুন রোগের জন্ম হল। ডাক্তারি ভাষায় যাকে বলা হচ্ছে ফ্লোরোনা।
ইসরায়েলের এক অন্তঃসত্ত্বা নারী এই রোগে প্রথম আক্রান্ত হয়েছেন। সৌদি আরবের জাতীয় দৈনিক আরব নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গের দৈনিক সংবাদ প্রতিদিন।
— Arab News (@arabnews) December 31, 2021
ইসরায়েলের সরকারি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে আরব নিউজ, চলতি সপ্তাহেই দেশটির একটি স্বাস্থ্যকেন্দ্রে প্রসব বেদনা নিয়ে ভরতি হন ওই নারী। করোনা টিকার একটি ডোজও তিনি নেননি।
তবে জানা গেছে, এই রোগে আক্রান্ত হওয়ার পর আপাতত তার শারীরিক অবস্থা একরকম ভালই আছে। শুরুবারই তাকে ছেড়ে দেওয়ার কথা। স্বাভাবিক ভাবেই নতুন ধরনের এই রোগ নিয়ে চিন্তায় পড়েছেন ইসরায়েল বাসী; কিন্তু ঠিক কতখানি ভয়ংকর এই রোগ? কী কী উপসর্গ দেখা যায় এতে শরীরে?
গত এক সপ্তাহে আচমকাই ইসরায়েলে অনেকখানি বেড়েছে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ। সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের খবর, শুধু গত সপ্তাহেই ইসরায়েলে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি হয়েছেন ১ হাজার ৮৪৯ জন।
চিকিৎসকরা জানিয়েছেন, ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি শরীরে কোভিড-১৯ থাবা বসালে তা অনেক ক্ষেত্রে মারাত্মক আকার নিতে পারে। এর ফলে নিউমোনিয়া, মায়োকার্ডিটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে, এমনকী মৃত্যুও হতে পারে। এখানেই শেষ নয়, বিশেষজ্ঞদের দাবি, এই রোগের হানায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়।
এই মারাত্মক সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার উপায় কী? চিকিৎসকদের পরামর্শ, যত দ্রুত সম্ভব করোনার টিকা নিতে হবে। তাছাড়া কোভিড সংক্রমণ রুখতে আগে থেকেই সতর্ক থাকা প্রয়োজন। কারণ খুব তাড়াতাড়ি নিজের বিস্তার ঘটাচ্ছে ফ্লোরেনা।
এসএমডব্লিউ