শূকরের মাংস খেতে বাধ্য করায় কোচের বিরুদ্ধে মামলা ইহুদি ছাত্রের

ব্যাপক আপত্তি সত্ত্বেও ধর্মীয়ভাবে নিষিদ্ধ মাংস দিয়ে প্রস্তুতকৃত পিৎজা খেতে বাধ্য করায় ১২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে সাবেক স্কুল কর্তৃপক্ষ ও স্কুলের ফুটবল দলের কোচের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণ। যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে ঘটেছে এই ঘটনা।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে ব্রিটেনের জাতীয় দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, ১৭ বছর বয়সী ওই তরুণ হিব্রুভাষী কট্টর ইহুদি পরিবার থেকে আসা। ইসরায়েল থেকে তার বাবা-মা যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে আবাস গাড়েন।
ইসলাম ধর্মের মতো ইহুদি ধর্মেও শূকরের মাংস নিষিদ্ধ। ওই তরুণের অভিযোগ- স্কুলের ফুটবল দলের এক কোচ তাকে জোর করে শূকরের মাংস দিয়ে প্রস্তুত করা পিৎজা খাইয়েছেন এবং এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানালেও স্কুল কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।
গত সপ্তাহে ওহিও রাজ্যের স্টার্ক কাউন্টিতে অবস্থিত ক্যানটন ম্যাককিনলি হাইস্কুল কর্তৃপক্ষ ও স্কুলের ফুটবল কোচদের বিরুদ্ধে মামলা করেন ওই তরুণ। মামলার অভিযোগপত্রে তিনি বলেন, গত মে মাসের একদিন ফুটবল দলের নিয়মিত অনুশীলনে অংশ নিতে স্কুলের জিমন্যাসিয়ামে গিয়েছিলেন তিনি।
ওই দিন জিমন্যাসিয়ামে ভার উত্তোলনের সেশন চলছিল; কিন্তু কোচকে ওই তরুণ কাঁধে ব্যথা থাকার কারণে তিনি এই সেশনে অংশ নিতে পারবেন না।
কোচ তার কথায় আমল না দিয়ে ওই তরুণকে সেশনে অংশ নিতে বলেন, কিন্তু তারপরও তিনি অপারগতা জানালে শাস্তি হিসেবে তাকে একটি পেপারনি পিৎজার পুরোটা খেতে বলেন এবং শর্ত দেন- যদি সে এই পিৎজা না খায়, তাহলে তাকে স্কুলের ফুটবল টিম থেকে স্থায়ীভাবে বাদ দেওয়া হবে। পিৎজাতে শূকরের মাংস ছিল।
মামলার অভিযোগপত্রে ওই তরুণ লিখেছেন, ‘কোচ খুব ভালো করেই জানতেন আমার ধর্মবিশ্বাস ও সংস্কৃতি সম্পর্কে। তিনি যখন আমার সামনে এই অপমানজনক শর্ত রাখেন, আমি কমপক্ষে ১০ মিনিট তাকে অনুরোধ করেছি, কিন্তু তিনি আমার কথায় কোনো কান দেননি। শেষে বাধ্য হয়ে আমাকে পিৎজাটি খেতে হয়েছিল।’
ওই ঘটনার পর স্কুল পাল্টে অন্য স্কুলে ভর্তি হন অভিযোগকারী তরুণ।
মামলার অভিযোগপত্রে ওই তরুণ আরও বলেন, ঘটনার পর স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন তার অভিভাবকরা; কিন্তু কর্তৃপক্ষ আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় আদালতের দ্বারস্থ হন ওই তরুণ ও তার অভিভাবকরা।
এদিকে মামলার খবর প্রকাশিত হওয়ার পর অভিযুক্ত কোচ সহ ফুটবল দলের সাতজনকে চাকরি থেকে বহিষ্কার করেছে ক্যানটন ম্যাককিনলি হাইস্কুল কর্তৃপক্ষ।
এই ঘটনার জেরে ওই তরুণ ও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন ওই কোচরা।
এসএমডব্লিউ