ফাইজার টিকায় গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়া স্বাস্থ্যকর্মীর

মার্কিন ফাইজার ও জার্মান বায়োএনটেকের উদ্ভাবিত কোভিড-১৯ টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে অ্যালার্জি সম্বন্ধীয় মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের একজন স্বাস্থ্যকর্মী।
সোমবার যুক্তরাষ্ট্রে করোনার টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পরদিন মঙ্গলবার ফাইজারের টিকা নেয়ার পরপরই ওই স্বাস্থ্যকর্মী অসুস্থ হন
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী আলাস্কার জনস্বাস্থ্য কর্তৃপক্ষ স্থানীয় সময় বুধবার কোভিড-১৯ টিকা নেওয়া ওই স্বাস্থ্যকর্মীর এমন অসুস্থতার কথা জানিয়ে বলেছে, চিকিৎসার পর তার অবস্থা এখন স্থিতিশীল।
সোমবার যুক্তরাষ্ট্রে করোনার টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পরদিন মঙ্গলবার ফাইজারের টিকা নেয়ার পরপরই ওই স্বাস্থ্যকর্মী অসুস্থ হন। এর আগে একই টিকা নিয়ে যুক্তরাজ্যেও দুজনের এমন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।
তবে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন জানিয়েছে, অ্যালার্জির সমস্যা আছে এমন বেশিরভাগ আমেরিকানের ক্ষেত্রে এই টিকা নিরাপদ।
ব্রিটিনের স্বাস্থ্য নিয়ন্ত্রণ সংস্থা ঘোষণা দিয়েছে, যাদের অ্যানাফিল্যাক্সিস রোগে ভোগার পূর্ব ইতিহাস কিংবা ওষুধ বা খাবারের ক্ষেত্রে মারাত্মক অ্যালার্জি রয়েছে, এমন কারো ফাইজার-বায়োএনটেক টিকা নেওয়া উচিত হবে না।
তবে ফাইজার-বায়োএনটেক টিকা নেয়ার পর এমন অসুস্থতার উদাহরণ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) জানিয়েছে, অ্যালার্জির সমস্যা আছে এমন বেশিরভাগ আমেরিকানের ক্ষেত্রে এই টিকা নিরাপদ।
যে স্বাস্থ্যকর্মী টিকা নিয়ে অসুস্থ হয়েছেন তার আগে কোনো অ্যালার্জির সমস্যা ছিল না
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা এফডিএ’র নির্দেশনায় অবশ্য এও বলা হয়েছে যে, এই টিকা কিংবা এতে ব্যবহৃত উপাদানগুলোতে ইতোমধ্যে যাদের তীব্র অ্যালার্জি হয়েছিল তাদের এই টিকার ডোজ না নেওয়াই ভালো হবে।
তবে যে মার্কিন স্বাস্থ্যকর্মী টিকা নিয়ে অসুস্থ হয়েছেন তার আগে কোনো অ্যালার্জির সমস্যা ছিল না বলে নিশ্চিত করেছেন যে হাসপাতালে তার চিকিৎসা চলছে সেই হাসপাতালের জরুরি বিভাগের পরিচালক লিন্ডে জোনস।
আলাস্কার রাজধানীতে অবস্থিত জুনেয়াও রিজিওনাল হাসপাতালের জরুরি বিভাগের পরিচালক লিন্ডে জোনস অবশ্য বলেছেন, অ্যালার্জির চিকিৎসা দেয়ার পর মাঝবয়সী ওই স্বাস্থ্যকর্মীর অবস্থা এখন স্থিতিশীল।
এএস