সুস্থ আছেন সু চি

অভ্যুত্থানে সামরিক জান্তা সরকারের হাতে আটক মিয়ানমারের নবনির্বাচিত সরকারপ্রধান অং সান সু চি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার দল এনএলডি’র এক শীর্ষনেতা। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
তবে নেত্রী সুস্থ আছেন এমন তথ্য জানালেও ওই নেতা অবশ্য অভ্যুত্থানের মাধ্যমে এনএলডি সরকারকে ক্ষমতাচ্যুত করে সু চি’কে আটকের পর কোথায় রাখা হয়েছে এ বিষয়ে কিছু জানাতে পারেননি।
যেখানে গ্রেপ্তার করা হয়েছে সেখান থেকে সু চি’কে অন্য কোথাও স্থানান্তরিত করা হয়নি বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, সু চি’কে আটক করলেও তিনি কোথায় আছেন এ নিয়ে এখনো কিছু জানা যাচ্ছে না।
সোমবার ভোরে রাজধানী নেপিদো থেকে আটক হন সু চি। তবে অভ্যুত্থানের মাধ্যমে সু চিকে ক্ষমতাচ্যুত করার কথা জানালেও আটকের পর তাকে কোথায় রাখা হয়েছে সামরিক বাহিনী এ সম্পর্কে কিছু জানায়নি।
ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির কেন্দ্রীয় তথ্য বিষয়ক কমিটির সদস্য এবং অং সান সু চির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কি তোয়ে মঙ্গলবার এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘অং সান সু চি এবং ড. মিও অং’কে অন্য কোথাও স্থানান্তরিত করার কোনো পরিকল্পনা নেই। এটা জানা গেছে গেছে তারা এখন সুস্থ রয়েছেন।’
তিনি এমন ফেসবুক পোস্ট দেওয়ার পর এ সম্পর্কে আরও কিছু তথ্য পাওয়া এবং তিনি কীভাবে এসব তথ্য পেলেন তা জানার জন্য ব্রিটিশ বার্তা রয়টার্স তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সফল হয়নি।
এএস