১২ ফেব্রুয়ারি স্কুল খোলার কথা ভাবছে পশ্চিমবঙ্গ

করোনাবিধি মেনে আগামী ১২ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে রাজ্যের স্কুল খোলার ইচ্ছার কথা জানালেন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। খবর কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার।
তবে আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্কুল খোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। বাকিদের ক্লাস থেকে ক্লাস শুরু হতে পারে এ নিয়ে কোনও মন্তব্য করেননি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
মঙ্গলবার পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের দলীয় সদরদপ্তর তৃণমূল ভবনে সংবাদ সম্মেলন করে স্কুল খোরা নিয়ে সরকারের এমন ভাবনার কথাই জানিয়েছেন রাজ্যটির শিক্ষামন্ত্রী।
পার্থ জানিয়েছেন, আগামী ৩ ফেব্রুয়ারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি। কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সেখানে আলোচনা হবে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।
গত বছরের ডিসেম্বর থেকেই শিক্ষামন্ত্রী পার্থ একাধিকবার স্কুল খোলার বিষয়ে রাজ্যের ভাবনার কথা বলেছেন। রাজ্যে করোনার সংক্রমণ কমায় জানুয়ারিতেও তিনি স্কুল খোলার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন।
মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি থেকে স্কুল খোলা যায় কিনা এমনটা আমরা ভাবছি। করোনাবিধি মেনেই হতে পারে ক্লাস। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালুর ভাবনা রয়েছে।’
এএস