কাঁধে মৃতদেহ নিয়ে ২ কিমি হাঁটলেন নারী এসআই

গ্রামের মধ্যে পড়েছিল এক ব্যক্তির মৃতদেহ। মৃত ওই ব্যক্তির পরিচয় জানা ছিল না কারও, নাম-ঠিকানা বেরও করা যাচ্ছিল না। করোনা মহামারির কারণে সেই মৃতদেহ স্পর্শ করতেও ভয় পাচ্ছিলেন মানুষ। ঠিক সেই মুহূর্তে মৃতদেহটি কাঁধে তুলে নেন এক নারী পুলিশ সদস্য।
শুধু তাই নয়, একটানা দুই কিলোমিটার হেঁটে নিজ হাতে ওই মৃত ব্যক্তির সৎকারও করেন তিনি। মানবতার নজির হয়ে ওঠা এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায়।
আলোচিত ওই নারী পুলিশ সদস্যের নাম কে শ্রিষা। তিনি একজন সাব ইন্সপেক্টর। নিজের নিয়মিত দায়িত্বের বাইরে গিয়ে মানবতার তাগিদে যে দায়িত্ব তিনি পালন করেছেন তাতে সকলেই তার প্রশংসা করছেন। এছাড়া ইউনিফর্ম পরিহিত অবস্থায় মৃতদেহ কাঁধে করে হেঁটে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানেও প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি।
এমনকি টুইটারে সাব-ইন্সপেক্টর শ্রিষার মানবিক দায়িত্ববোধের প্রশংসা করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কৃষ্ণ রেড্ডিও। তিনি লিখেছেন, ‘পেশাগত দায়িত্ব পালনের পর কোনও মৃতদেহের সৎকার করা এটাই প্রমাণ করে যে, আমাদের দেশের প্রতিটি পুলিশ কর্মী মানবিক মূল্যবোধকে কতটা প্রাধান্য দেন।’
ভিডিওতে দেখা যায়, ইউনিফর্ম পরিহিত অবস্থায় ধান ও অন্য অনেক শস্যক্ষেতের ভেতর দিয়ে মৃত ওই ব্যক্তির দেহ কাঁধে নিয়ে সৎকার করতে নিয়ে যাচ্ছেন এসআই শ্রিষা। এসময় তিনি মৃতদেহের সামনের অংশ ধরে ছিলেন এবং স্থানীয় এক ব্যক্তি পেছনের অংশ ধরে তাকে এগিয়ে যেতে সাহায্য করেন।
তরুণ এই পুলিশ কর্মকর্তার কাজের প্রশংসা করেছেন অন্ধ্রপ্রদেশের পুলিশ প্রধান ডি গৌতম সাওয়ং। এছাড়া অন্ধ্রপ্রদেশ পুলিশ বিভাগ টুইটারে এই ঘটনার ভিডিও পোস্ট করে লিখেছে, ‘আপনি যে পেশা বেছে নিয়েছেন, ইউনিফর্ম পরে আছেন, আজ তার জন্য গর্ব অনুভব করছি। আপনার কাজের জন্য আমরা প্রশংসিত।’

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গা পৌরসভার আদিভিকোটুরু গ্রামের একটি খামারে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। কিন্তু কেউই সেই লাশের কাছে যাওয়ার সাহস পায়নি। কয়েকজন জানান, স্থানীয়দের কাছ থেকে খাবার সাহায্য নিতেন ওই ব্যক্তি। কিন্তু তিনি কোন জায়গা থেকে এসেছিলেন, তা কেউই জানে না।
পরে সাব ইন্সপেক্টর শ্রিশা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তিনি দেখেন লোকেরা মৃতদেহের অন্তিম সংস্কার করা তো দূরের কথা, কাছে যেতেই ভয় পাচ্ছিল। সম্ভবত করোনার সংক্রমণের ভয়ে মৃতদেহের কাছে যেতে চাচ্ছিল না স্থানীয়রা।
একপর্যায়ে এসআই শ্রিষা একাই মৃতদেহ কাঁধে তুলে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় এক ব্যক্তি তাকে সহায়তা করতে এগিয়ে আসেন। পরে সেখান থেকে মৃতদেহ কাঁধে নিয়ে দুই কিলোমিটার হেঁটে এক স্থানে নিয়ে সৎকার করেন তারা।
সূত্র: এনডিটিভি
টিএম