করোনায় আক্রান্ত ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির প্রেসিডেন্ট কার্যালয়। ব্রিটিশ টেলিভিশন স্কাই নিউজের এক অনলাইন প্রতিবেদনে বৃহস্পতিবার এ খবর জানানো হয়েছে।
আগামী সাত দিন ম্যাক্রোঁ আইসোলেশনে থাকবেন। আইসোলেশনে থেকেই প্রেসিডেন্টের কাজকর্ম করবেন তিনি।
ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদ থেকে আরও জানানো হয়েছে, প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ার পর পরীক্ষা করানো হলে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ মহামারি কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
স্কাই নিউজ এলিসি প্রাসাদ থেকে দেওয়া বিবৃতির বরাতে জানিয়েছে, আগামী সাত দিন ম্যাক্রোঁ আইসোলেশনে থাকবেন। আইসোলেশনে থেকেই প্রেসিডেন্টের কাজকর্ম করবেন তিনি।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া সংক্ষিপ্ত বিবৃতিতে ম্যাক্রোঁর করোনার উপসর্গ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি
তবে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া সংক্ষিপ্ত ওই বিবৃতিতে ম্যাক্রোঁর করোনার উপসর্গ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছে যে, ‘তিনি দূরে থেকেই তার কাজকর্ম পরিচালনা করবেন’।
আগামী সপ্তাহেই লেবানন সফরে যাওয়ার কথা ছিল প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর। তবে তিনি করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর তার ওই সফর বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছে এলিসি প্রাসাদ।
এএস