করোনার টিকা নিচ্ছেন বাইডেন

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে করোনাভাইরাসের টিকা নেবেন। প্রাণঘাতী এই মহামারির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জনগণের আস্থা বাড়াতে দেশটির সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, এই টিকা গ্রহণ তারই অংশ বলে জানিয়েছে বাইডেনের ট্রানজিশন টিম।
অন্যদিকে, হোয়াইট হাউস বলছে, আগামী শুক্রবার করোনাভাইরাসের টিকা নেবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
আগামী বছর থেকে দেশের সাধারণ মানুষের জন্য সহজলভ্য হতে যাওয়া এই টিকার নিরাপত্তার বিষয়ে জনমনের সংশয় দূর করতে উভয়ই প্রকাশ্যে টিকা গ্রহণ করবেন বলে জানিয়েছে বাইডেনের ট্রানজিশন টিম এবং হোয়াইট হাউস।
৭৮ বছর বয়সী জো বাইডেন বয়সের কারণে করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছেন। জনসমক্ষে প্রকাশ্যে টিকা গ্রহণের ব্যাপারে তিনি বলেছেন, ‘ব্যাপারটি এমন নয় যে আমি সবার আগে টিকা গ্রহণ করতে চাই, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের জনগণের কাছে আমি শুধু এই বার্তা পৌঁছে দিতে চাই যে এই টিকা গ্রহণে কোনও বিপদের শংকা নেই।’
আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের পর করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলে ইতোমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। ভয়াবহ এই মহামারি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৪ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। করোনাভাইরাস মহামারি মোকাবিলা কৌশল নিয়ে ট্রাম্পের সমালোচনা হলেও বরাবরই তা অস্বীকার করে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩ নভেম্বরের নির্বাচনে বাইডেনের কাছে হেরে গেছেন তিনি।
তবে মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলি ম্যাকনানি বলেছেন, টিকার কার্যকারিতার বিষয়ে নিজের মেডিকেল টিম নিশ্চিত হওয়ার পরই তা নেবেন ট্রাম্প। গত শরতে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
টিকার প্রাথমিক ডোজগুলো যাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে, সে তালিকায় রয়েছেন দেশটির চিকিৎসক, নার্স, সম্মুখসারির স্বাস্থ্যকর্মী, নার্সিং হোমের আবাসিক ও অনাবাসিক কর্মচারী এবং যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা। চলতি সপ্তাহে অগ্রাধিকার ভিত্তিতে তাদের করোনা টিকার ডোজ দেয়া হবে।
এক সপ্তাহের মধ্যে ফাইজার-বায়োএনটেকের ২৯ লাখ ডোজ টিকা বিতরণের কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছেন এই প্রকল্পের সঙ্গে সম্পর্কিত দেশটির কর্মকর্তারা।
আলাস্কার একজন স্বাস্থ্যকর্মী এই টিকা গ্রহণের পর তীব্র অ্যালার্জিক পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হয়েছেন বলে বুধবার মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। পাশাপাশি তারা বলেছেন, এখন পর্যন্ত টিকার এই একটি নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়ার তথ্যই তাদের গোচরে এসেছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৭ লাখ ছাড়িয়েছে; যা দেশটির মোট জনসংখ্যার ৫ শতাংশ।
হোয়াইট হাউস বলছে, মাইক পেন্সের স্ত্রী ক্যারেন এবং যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল জেরোমি অ্যাডামসও শুক্রবার টিকা নেবেন। তবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী কমলা হ্যারিস কবে নাগাদ টিকা নিচ্ছেন, তা নিশ্চিত করতে পারেনি ট্রানজিশন টিম।
সূত্র: রয়টার্স।
এসএমডব্লিউ/এসএস