রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তির মেয়াদ বাড়ালেন বাইডেন

রাশিয়ার সঙ্গে কৌশলগত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি (এসটিএআরটি) আরও পাঁচ বছরের জন্য বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। বুধবার (৩ ফেব্রুয়ারি) এই চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। এই চুক্তিটি পরমাণু চুক্তি বা স্টার্ট বলে পরিচিত।
বাইডেন প্রশাসন জানিয়েছে, মস্কোর সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা সত্ত্বেও অস্ত্র প্রতিযোগিতা কমাতে এই চুক্তি ভূমিকা রাখবে। এর আগে চুক্তির মেয়াদ শেষে হওয়ার মাত্র একদিন আগে রাশিয়ার সঙ্গে এর মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পরমাণু অস্ত্রের হুমকি থেকে আমেরিকার মানুষকে নিরাপদ রাখার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট বাইডেন। অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণের প্রতি যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ। এছাড়া উচ্চাভিলাষী ও বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতা থেকে বিরত থাকার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করাও ওয়াশিংটনের লক্ষ্য।’
এর আগে গত শুক্রবার এই পরমাণু চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়টি অনুমোদন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অর্থ্যাৎ উভয় দেশ অনুমোদন করায় ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে।

কৌশলগত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি (এসটিএআরটি) অনুযায়ী, দুই দেশ (যুক্তরাষ্ট্র ও রাশিয়া) এক হাজার ৫৫০টির বেশি পরমাণু অস্ত্র রাখতে পারে না। দুই দেশের সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ কতগুলো পারমাণবিক ক্ষেপণাস্ত্র থাকবে, তা নিয়েই ওই চুক্তি হয়েছিল। তাই জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই এই চুক্তির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।
এর আগে পরমাণু চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে পেন্টাগনের প্রধান মুখপাত্র জন কিরবি জানিয়েছিলেন, ‘এই চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত বাড়ালে দুই দেশই উপকৃত হবে। তখন পরমাণু অস্ত্রের মজুত বাড়ানো হবে না। যুক্তরাষ্ট্রের ঝুঁকিও কমবে।’

রাশিয়া অবশ্য পরমাণু চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য একাধিকবার সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ জানিয়েছিল। কিন্তু মস্কোর সেই প্রস্তাব প্রতিবারই বাতিল করে দেন ট্রাম্প। ক্ষমতার মেয়াদের শেষের দিকে ট্রাম্প অবশ্য চুক্তির মেয়াদ বাড়াতে চেয়েছিলেন। কিন্তু রাশিয়া তখন ট্রাম্পের শর্ত মানতে রাজি হয়নি।
উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে মস্কোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে, ২০১৯ সালে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ‘ইন্টারমেডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি’ বা পারমাণবিক ক্ষেপণাস্ত্রসংক্রান্ত চুক্তি থেকে বেরিয়ে যায় ট্রাম্প প্রশাসন।

সেসময় যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সূত্র: এএফপি
টিএম