বাইডেনের হাত ধরে যুক্তরাষ্ট্রে প্রথম সমকামী মন্ত্রী

অনেক প্রথমের শুরু করা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হাত ধরে এবার প্রথমবারের মতো প্রকাশ্যে নিজেকে সমকামী হিসেবে পরিচয় দেওয়া একজন মন্ত্রী পেল যুক্তরাষ্ট্র। পিটে বুটিগিগ নামের ওই ডেমোক্র্যাটকে পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন বাইডেন।
জাতীয় অবকাঠামো পুনর্নির্মাণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উচ্চাভিলাষী এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়বে তার কাঁধে। পরিবহনখাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করাই হবে তার প্রধান চ্যালেঞ্জ।
বাইডেন বৈচিত্র্যময় প্রশাসন গঠনের ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন। তারই অংশ হিসেবে তিনি এক সময়ের প্রতিদ্বন্দ্বী ৩৯ বছর বয়সী ইন্ডিয়ানার সাউথ বেন্ডের সাবেক মেয়র পিটে বুটিগিগকে মন্ত্রিসভার সদস্য হিসেবে মনোনয়ন দেন।
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পুটিগিগের মনোনয়ন নিয়ে স্থানীয় সময় বুধবার ভোটাভুটি হয়েছে। তাতে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা একশো আসনের সিনেটে ৮৬-১৩ ভোটে নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুটিগিগের মন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
এই পুটিগিগ গত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। পুটিগিগসহ আরও অনেকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাইডেনকে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেতে লড়াই করতে হয়েছিল। সেই পুটিগিগকে নিজের মন্ত্রিসভায় রাখলেন বাইডেন।
সিনেটে মনোনয়ন নিশ্চিত হওয়ার পরপরই পিটে বুটিগিগ এক টুইট বার্তায় লিখেছেন, ‘আমি সম্মানিত বোধ করছি এবং আজকের সিনেটের ভোট নিয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কাজ করার জন্য প্রস্তুত।’
পরিবহনমন্ত্রী হিসেবে নিজের নাম ঘোষণার পর দেওয়া এক বক্তব্যে পিটে বুটিগিগ বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রের সমকামীদের জন্য আজকের ঘোষণা কতটা আনন্দের, তা আমি জানি।’ পিটের এই নিয়োগে সমকামী গ্রুপগুলো উচ্ছ্বসিত।
এএস