আমিরাত বাহরাইন সফর স্থগিত করলেন নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের পর সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনে আসন্ন সফর স্থগিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলে চলমান লকডাউনে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তিনি এই সফল অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন।
আগামী ২৩ মার্চ ইসরায়েলের জাতীয় নির্বাচনের আগে আবু ধাবি এবং মানামা সফরে যাওয়ার পকিল্পনা করেছিলেন নেতানিয়াহু। গত বছরের শেষের দিকে উপসাগরীয় অঞ্চলের এই দুটি দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকের পর প্রথমবারের মতো সরকারি সফরের এই পরিকল্পনা করেন তিনি।
কয়েক বছরের গোপন সম্পর্কের পর গত বছরের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকে চুক্তি স্বাক্ষর করে ইসরায়েল। নেতানিয়াহু বলেন, তিনি উপসাগরীয় অঞ্চলের নতুন অংশীদারদের দেশে সফরে যাওয়ার পরিকল্পনা গত কয়েকমাস ধরে করে আসছিলেন। এটি ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রথম সরকারি সফর হওয়ার কথা ছিল। কিন্তু সেই পরিকল্পনা কয়েকবার স্থগিত করা হয়।
চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু করোনাভাইরাস মহামারির কারণে উপসাগরীয় দুই দেশে তিনদিনের সফর কমিয়ে তিন ঘণ্টা নির্ধারণ করেছেন।
বৃহস্পতিবার নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আবু ধাবি এবং বাহরাইন সফর গুরুত্বপূর্ণ হলেও আকাশপথ বন্ধ থাকায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের অতি-সংক্রামক ধরনটির বিস্তার রোধে ইসরায়েল গত মাসে আনুষ্ঠানিকভাবে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেয়। দেশে করোনাভাইরাসের চলমান তৃতীয় দফার লকডাউনে মহামারি নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ইসরায়েল।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশটিতে এখন পর্যন্ত ৬ লাখ ৭১ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত এবং ৪ হাজার ৯৪৭ জন মারা গেছেন।
সূত্র: এপি, রয়টার্স।
এসএস