লেবাননে সড়কের ধারে হিজবুল্লাহ সমালোচকের লাশ

লেবাননভিত্তিক শিয়া মুসলিমদের দল হিজবুল্লাহর প্রথম সারির সমালোচক লোকমান সেলিমকে দেশটির দক্ষিণাঞ্চলে মৃত অবস্থায় পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে তার মৃতদেহ উদ্ধার হয় বলে জানিয়েছেন লেবাননের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরবেলা সড়কের ধারে একটি গাড়ির ভেতর মৃত অবস্থায় পাওয়া যায় লোকমান সেলিমকে। প্রাথমিক আলামত বলছে, গুলি করে হত্যা করা হয়েছে তাকে। এ সময় সড়কের পাশে পড়ে থাকা সেলিমের মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়।
এদিকে লেবাননের রাজধানী বৈরুতের শহরতলী এলাকায় বসবাসরত তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার রাত থেকেই সেলিমের কোনও খোঁজ পাচ্ছিলেন না তারা। তার মোবাইল ফোনে বেশ কয়েকবার কল করার পরও সাড়া না পাওয়ায় বৃহস্পতিবার সকালে স্থানীয় পুলিশ স্টেশনে জিডি করতে গিয়েছিলেন তার স্ত্রী। ওই স্টেশনে থাকা অবস্থাতেই স্বামীর মৃত্যু সংবাদ পান তিনি।
লেবাননের আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে, এই হত্যার সঙ্গে হিজবুল্লাহর সংযোগের ব্যাপারে তারা নিশ্চিত হলেও হত্যাকারীকে শনাক্ত করার মতো প্রমাণ এখনো পাননি তারা। যে মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে, তা থেকেও বিশেষ কিছু বের করা যায় নি।
নিহত লোকমান সেলিম লেখালেখি ও প্রকাশনা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। বৈরুতে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক একটি অধ্যয়ন কেন্দ্রও ছিল তার।
হিজবুল্লাহ সম্পর্কে চাঁছাছোলা সমালোচনার জন্য ওই সংগঠনের নেতৃবৃন্দের ব্যাপক রোষের মুখে ছিলেন সেলিম। তাকে ‘যুক্তরাষ্ট্রের দালাল’ বলেও আখ্যা দিয়েছিলেন হিজবুল্লাহ সমর্থকরা।
তবে লেবাননের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, গত বেশ কয়েকবছর ধরে হিজবুল্লাহ তার সমালোচক বা বিরোধীদের প্রতি সহনশীলতার নীতি মেনে চলছে। লোকমান সেলিমকে হত্যার মধ্য দিয়ে সংগঠনটি আবার তার পুরনো রূপে ফিরে গেল কিনা সেটি এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।
ইতোমধ্যে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে সংগঠনটির সামনের সারির বেশ কয়েকজন নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সরকার। তবে লোকমান সেলিমের মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত সংগঠনটির পক্ষ থেকে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।
সূত্র: রয়টার্স
এসএমডব্লিউ