এবার নারী অধিকারকর্মীদের অপরহরণের অভিযোগ তালিবানের বিরুদ্ধে

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানগোষ্ঠীর বিরুদ্ধে এবার নারী অধিকারকর্মীদের অপহরণ করার অভিযোগ উঠেছে। গত কয়েক সপ্তাহে দেশটিতে অন্তত ৬ জন নারী অধিকারকর্মী নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
সর্বশেষ বুধবার দেশটিতে নিখোঁজ হয়েছেন মুরসাল আয়ার নামে এক অধিকারকর্মী। ওই দিন রাজধানী কাবুলে আফগান নারীদের শিক্ষা ও কর্মস্থলে যোগ দেওয়ার অধিকারের দাবিতে মিছিলে অংশ নেওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত কয়েক সপ্তাহে এই নিয়ে ৬ জন নারী অধিকারকর্মী নিখোঁজ হয়েছেন দেশটিতে। মুরসাল আয়ারের আগে যারা নিখোঁজ হয়েছেন, তারা হলেন— পারওয়ানা ইব্রাহিমখাইল, তামানা পারইয়ানি ও তার তিন বোন জারমিনা, শাফিকা ও কারিমা।
তালেবান কর্তৃপক্ষ অবশ্য এই অভিযোগ সরাসরি স্বীকার করেনি। মুরসাল আয়ারের নিখোঁজ হওয়া প্রসঙ্গে গোষ্ঠিটির অন্যতম মুখপাত্র বিলাল কারিমি বিবিসিকে এ সম্পর্কে বলেন, ‘এটি একেবারেই সাম্প্রতিক ঘটনা। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি।’
গত ১৬ জানুয়ারি শিক্ষা, কর্মক্ষেত্র ও রাজনৈতিক কার্যক্রমে আফগান নারীদের প্রবেশাধিকারের দাবিতে কাবুলে বড় একটি প্রতিবাদী মিছিল হয়েছিল। সেই মিছিলের অন্যতম সংগঠক ছিলেন পারওয়ানা ইব্রাহিমখাইল ও তামানা পারইয়ানি।
তার পরের দিনই সামাজিক যোগাযোগামাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন তামানা। সেখানে দেখা যায়, কয়েকজন সশস্ত্র তালেবান রক্ষী তাদের অ্যাপার্টমেন্ট ভবনে প্রবেশ করছে। ভিডিওর শেষ দিকে তামানা বলেছিলেন, ‘আমাদের বাঁচান, তালেবান আমাদের ঘরে প্রবেশ করছে।’ তারপর থেকেই আর কোনো খোঁজ পাওয়া যায়নি তামানা ও তার তিন বোনের।’
এদিকে, আফগানিস্তানে একের পর এক নারী অধিকারকর্মী নিখোঁজ হওয়ায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। কমিশনের মুখপাত্র রাভিনা শ্যামদাসানি এক বিবৃতিতে বলেছেন, ‘নিখোঁজ নারীদের নিরাপত্তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’
সূত্র: বিবিসি
এসএমডব্লিউ