প্রবাসীদের বসবাসের আল-নাকাসায় সাড়ে ৪ হাজার ভবন ভাঙছে সৌদি

সৌদি আরবের মক্কার যে অঞ্চলে প্রবাসীদের ঘনবসতি সেই আল-নাকাসা অঞ্চল নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এ লক্ষ্যে আল-নাকাসা অঞ্চলের আশপাশের সাড়ে ৪ হাজার আবাসিক ভবন ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অপরিকল্পিতভাবে গড়ে উঠেছিল ভবনগুলো।
এই আল-নাকাসা অঞ্চলে বড় সংখ্যায় প্রবাসীদের বাস। কোনো নির্দিষ্ট অঞ্চলেল নয়, বরং বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রবাসীরাই সৌদিতে বসবাসেরর জন্য এই আল-নাকাসাকে বেছে নেন।
পরিকল্পনার অংশ হিসেবে বলা হচ্ছে ১০ সপ্তাহেরও কম সময়ের মধ্যে ৬২০টি ভবন ধ্বংস করা হবে।
মক্কার কর্মকর্তাদের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, সেখানে অপরিকল্পিতভাবে যা কিছু গড়ে উঠেছে তার নেতিবাচক প্রভাব দূরীকরণের অংশ হিসেবে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে শহরের ঐতিহ্য সংরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে।
সব মিলিয়ে পরিকল্পনার আওতায় সাড়ে ৪ হাজার ভবন ভেঙে ফেলার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা নিয়ে বেশ আলোচনা হচ্ছে।
এ ধরনের এলাকার উন্নয়নে মক্কার রয়্যাল কমিশনের নিজস্ব পরিকল্পনা রয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে বেশ কিছু ডেভলপার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে।
এনএফ