লতার মরদেহের সামনে মাস্ক নামিয়ে কী করেছিলেন শাহরুখ?

ভারতের প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর করোনায় আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন গত রোববার। রাষ্ট্রীয় মর্যাদায় ইতোমধ্যে তার মৃতদেহের সৎকার হয়েছে।
মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগের পর রোববার সন্ধ্যার দিকে লতা মঙ্গেশকরের শেষকৃত্য হয়। শেষকৃত্যের আগে কিংবদন্তী এই শিল্পীকে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের বরেণ্য রাজনীতিবিদ, আমলা, সেনা কর্মকর্তা, সঙ্গীতশিল্পী ও চলচ্চিত্র কলাকুশলীরা। হিন্দি চলচ্চিত্রের সুপারস্টার শাহরুখ খানও ছিলেন তাদের মধ্যে।
কিন্তু লতা মঙ্গেশকরকে শাহরুখ খানের শ্রদ্ধাজ্ঞাপণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পর থেকেই শাহরুখের নিন্দায় মুখর হয়ে উঠেছে ভারতের কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপির একাংশ ও মুসলিমবিদ্বেষী কট্টরপন্থীরা। এমনকি, প্রকৃত সত্য প্রকাশের পরও ক্ষোভ থামেনি তাদের।
ভাইরাল হওয়া সেই ভিডিওচিত্রে দেখা গেছে, সাদা রঙের টি-শার্ট পরা শাহরুখ মুসলিম সম্প্রদায়ের রীতি অনুযায়ী মোনাজাতের ভঙ্গিতে দোয়া করছেন , তারপর মুখ থেকে মাস্ক নামিয়ে দুই ঠোঁট সরু করে একটি বিশেষ ভঙ্গিমা করেন। এ সময় শাহরুখের পাশে ছিলেন তার ম্যানেজার পুজা দাদলানি, যিনি হিন্দু রীতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

শাহরুখ খানের ওই মুখভঙ্গি নিয়েই বিতর্ক-ঘৃণা ও নিন্দায় মুখর হয়ে উঠেছেন হিন্দু কট্টরপন্থীরা। তাদের অভিযোগ- বলিউড সুপারস্টার লতা মঙ্গেশকরের মরদেহ লক্ষ্য করে থুথু ছিটিয়েছেন! অনেকে এমনও বলছেন- এর মাধ্যমে থুতুজিহাদের রীতি শুরু করল ভারতের মুসলিমরা।
কিন্তু আসলে ঠিক কী করেছিলেন শাহরুখ? ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, দোয়ার পর লতা মঙ্গেশকরের মরদেহের উদ্দেশে ফুঁ দিয়েছিলেন তিনি।
— Arun Yadav (@beingarun28) February 6, 2022
মুসলিম সম্প্রদায়ের রেওয়াজ অনুযায়ী, দোয়া বা প্রার্থনার পর যার জন্য প্রার্থনা, তাকে লক্ষ্য করে ফুঁ দেওয়া হলে অশুভ শক্তি দূরে সরে যায়। প্রতীকী অর্থেই এই নিয়ম পালন করা হয়।
অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমের আক্রমণকারীরা এ সব ব্যাখ্যার ধার না ধেরে এবং প্রকৃত বিষয়টি না জেনেই শাহরুখ খানকে আক্রমণ করে গেছেন; এবং তাদের আক্রমণে বিস্মিত ও আহত হয়েছেন ভারতের উদারপন্থী জনগণ।
ভারতের সাংবাদিক স্বাতী চতুর্বেদি গালফ নিউজে এ সম্পর্কিত এক লেখায় বলেন, ‘দিন দিন ভারতের সহনশীলতার সংস্কৃতি, ধর্ম ও পরমত সহিষ্ণুতা, উদারতা এবং সাংবাদিকতা যে দিন দিন ডুবে যাচ্ছে, তার সর্বশেষ প্রমাণ এই আক্রমণ।’
সূত্র: আনন্দবাজার, গালফ নিউজ
এসএমডব্লিউ