হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : রাশিয়াকে ন্যাটো

ইউক্রেনে রাশিয়ার বেপরোয়া হামলার নিন্দা জানিয়েছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। একইসঙ্গে তিনি এও বলেছেন, এটা আইন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।
টুইটারে তিনি লিখেছেন- অসংখ্য বেসামরিক মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়বে। এটা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং ইউরো-আটলান্টিকের নিরাপত্তার জন্য হুমকি।
রাশিয়ার নতুন এই আগ্রাসনের বিষয়ে সিদ্ধান্ত নিতে ন্যাটো মিত্ররা বসবে বলেও জানান তিনি।
ইউক্রেন ইস্যুতে গেল কয়েকদিন ধরেই আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গন সরগরম থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে নতুন মাত্রায় উত্তেজনা ছড়াচ্ছে। আজ সকাল ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষনা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর সঙ্গে সঙ্গেই ইউক্রেনের রাজধানী ও আরও বিভিন্ন অঞ্চল থেকে বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিস্ফোরণের খবর পাওয়া যায় রাশিয়া থেকেও।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুসও হামলার নিন্দা জানিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন- বিনা প্ররোচনায় ইউক্রেনের মানুষের ওপর ভয়ঙ্কর যে হামলা প্রেসিডেন্ট পুতিন শুরু করলেন তার তীব্র নিন্দা জানাচ্ছি।
— Liz Truss (@trussliz) February 24, 2022
যুক্তরাজ্য ইউক্রেনের সাথে উল্লেখ করে তিনি আরও বলেন, ভয়ঙ্কর এই আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক মিত্রদের নিয়ে যৌথভাবে জবাব দেবে যুক্তরাজ্য।
এনএফ
