মাঝপথ থেকে ফিরে এলো ইউক্রেনগামী এয়ার ইন্ডিয়ার প্লেন

ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি প্লেন দিল্লিতে ফেরত এসেছে। রাশিয়া মিসাইল হামলা চালানোর পর ইউক্রেন আকাশসীমা বন্ধ করে দেওয়ায় প্লেনটি ফেরত আসে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে প্লেনটি (এআই ১৯৭৪) ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে রওনা হয়। এরপর মাঝপথ থেকে প্লেনটি ফেরত আসে। যদিও এদিন সকালেও শিক্ষার্থীসহ ১৮২ ভারতীয় নাগরিক নিয়ে ইউক্রেন থেকে একটি প্লেন দিল্লিতে অবতরণ করে।
পূর্ব ইউক্রেনে বৃহৎ আকারে রাশিয়ার সামরিক অভিযানের সঙ্গে সঙ্গে, আকাশসীমা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যে কারণে বাণিজ্যিক ফ্লাইটগুলো খুব বেশি ঝুঁকির মধ্যে থাকে।
এর আগে সকালে টেলিভিশনে প্রচারিতভাষণে ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রক্তপাত হলে তার জন্য ইউক্রেন দায়ী থাকবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
পুতিন আরও বলেন, ন্যায় ও সত্যের দিকে আছে রাশিয়া। রাশিয়ার বিরুদ্ধে কেউ দাঁড়ালে মস্কো সঙ্গে সঙ্গে তার জবাব দেবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
২০১৪ সালের জুলাইয়ে ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষ চলাকালে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি প্লেন ভূপাতিত করা হয়। এতে ২৯৮ জন আরোহী সবার মৃত্যু হয়। ওই ঘটনার তদন্তকারীদের এখনও ধারণা, প্লেনটি রাশিয়ার তৈরি অ্যান্টি-এয়ারক্রাফট বিইউকে মিসাইলে বিধ্বস্ত করা হয়েছে।
জেডএস