১৭ হাজার টাকা বেতনে ওয়ান ব্যাংকে ৪০ নিয়োগ
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, ওয়ান ব্যাংক ‘ট্রেইনি সেলস অফিসার’ পদে ৪০ জন লোক নিয়োগ দেবে।
প্রতিষ্ঠানের নাম - ওয়ান ব্যাংক লিমিটেড
পদের নাম - ট্রেইনি সেলস অফিসার
পদের সংখ্যা - ৪০ টি
আবেদনের যোগ্যতা -
ব্যবসায় স্নাতক, বিপণন ও বিএসএস / বিসিওএম / বিএসসি / বিবিএ / এমবিএ এমনকি কোনও বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাগবে।
চাকরির ধরন-
১। ফুলটাইম ও চুক্তিভিত্তিক।
২। চুক্তিভিত্তিক প্রথম দুই বছর ট্রেইনি সেলস অফিসার হিসাবে কাজ করতে হবে।
চাকরির স্থান-
ঢাকা ও চট্টগ্রাম
বেতন ও সুযোগ সুবিধা-
১। ১০-১৭ হাজার (মাসিক)
২। কোম্পানি নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা ও
৩। আকর্ষণীয় কমিশন
আবেদনের নিয়ম-
প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন বিডিজবস থেকে।
সূত্র - বিডিজবস।
আরআর
