২৪০ জন কর্মী নেবে প্রমি ফুডস
প্রমি এগ্রো ফুডস লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের খাদ্য উৎপাদন ও বিপণন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন
প্রতিষ্ঠানের নাম- প্রমি এগ্রো ফুডস লিমিটেড
পদের সংখ্যা- ২৪০
কাজের ধরন- পূর্ণকালীন
কর্মস্থল- বাংলাদেশের বিভিন্ন স্থানে
পদের নাম- সেলস অফিসার
পদের সংখ্যা-২০০
যোগ্যতা
১। কমপক্ষে এসএসসি পাস বা সমমানে পাস।
২। খাদ্য পণ্য বিপণন কারী প্রতিষ্ঠানে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩। বয়সসীমা ১৮-৩০ বছর
বেতন - আলোচনা সাপেক্ষে
পদের নাম- এ.এস এম
পদের সংখ্যা-৩০ জন
যোগ্যতা
১। কমপক্ষে স্নাতক পাস। মার্কেটিং বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
২। বয়সসীমা ২৭-৩৫ বছর।
৩। সংশ্লিষ্ট খাতে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন - আলোচনা সাপেক্ষে
পদের নাম - ডিএস এম
পদের সংখ্যা - ১০
যোগ্যতা
১। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতক পাস।
২। খাদ্য পণ্য বিপণে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩। বয়সসীমা-৩৫-৪০ বছর
বেতন- আলোচনা সাপেক্ষে
আবেদন যেভাবে
আগ্রহীরা জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র সহ সরাসরি হাজির হতে হবে প্রমি এগ্রো ফুডস লিমিটেড, ৪৮৭ গোবিন্দপুর, মৈনারটেক, উত্তরখান, ঢাকা-১২৩০ এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ
৪ মার্চ, ২০২১ পর্যন্ত
