নৌ-কমিশন্ড অফিসার পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
সরাসরি কমিশন্ড অফিসার ২০২১-বি ডিইও পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পার্সোনাল সার্ভিসেস পরি-দফতরের পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ১২ ফেব্রুয়ারি ২০২১ তারিখে বিএন কলেজ ঢাকায় এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি অনুসারে ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদের খুদে বার্তার মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। খুদে বার্তার পাওয়ার ৭ দিনের মধ্যে কল আপ লেটার প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী দিকনির্দেশনা খুদে বার্তার মাধ্যমে প্রেরণ করা হবে।

