ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে চাকরি, বেতন ১ লাখ ২২ হাজার

Dhaka Post Desk

চাকরি ডেস্ক

০১ এপ্রিল ২০২৩, ১০:২৪ এএম


ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে চাকরি, বেতন ১ লাখ ২২ হাজার

প্রতীকী ছবি

ঢাকার ব্রিটিশ হাইকমিশন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশি নাগরিক নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু ডেপুটি হাইকমিশনার অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর। পদরে সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র অফিসার হিসেবেও কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান, জাতীয় প্রতিষ্ঠান বা কূটনৈতিক মিশনে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো। তথ্যপ্রযুক্তির বিষয়ে উচ্চ দক্ষতা থাকতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। ড্রাফটিংয়ে পারদর্শী হতে হবে। 

সাংগঠনিক দক্ষতার পাশাপাশি স্বাধীনভাবে কাজ করতে সক্ষম হতে হবে। চাহিদা অনুযায়ী কাজ করতে সক্ষম হতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা : মাসিক বেতন ১,২২,৭৪৫ টাকা। সঙ্গে সপ্তাহে দুই দিন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আছে।

আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করলে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ সময়: ১২ এপ্রিল ২০২৩।

Link copied