স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ৬৭ নিয়োগ
স্বরাষ্ট্র মন্ত্রণায়ের অধীনে বাংলাদেশ কোস্ট গার্ড, আগারগাঁও সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর জন্য অস্থায়ী পদে বেশ কিছু লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারেন।
প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ কোস্ট কার্ড
পদের নাম- গাড়ি চালক
পদের সংখ্যা - ৬৭ টি
যোগ্যতা-
১। যেকোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমপক্ষে অষ্টম শ্রেণি পাস করতে হবে।
২। গাড়ি চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে।
৩। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
৪। বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে
৫। শুন্য পদ পূরণে কোটা সম্পর্কিত প্রচলিত সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হইবে ।
আবেদনের নিয়ম-
১। আবেদনকারীকে নির্ধারিত আবেদনপত্র স্বহস্তে পূরণ করতে করে পাঠাতে হবে মহাপরিচালক, সদর দপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড, আগারগাও প্রশাসনিক এলাকা, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর।
২। আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট এবং ০১ (এক) কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবিসংযুক্ত করতে হবে।
৩। আবেদনপত্রের সঙ্গে টাকা ১০/- (টাকা দশ মাত্র) মূল্যের ডাকটিকেটসহ নিজ ঠিকানা সংবলিত ৯৫ সাইজের একটি অব্যবহৃত খাম পাঠাইতে হবে।
৪। বিআরটিএ কর্তৃক প্রদত্ত ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্স, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ, নাগরিকত্বের সনদপত্র, অভিজ্ঞতার প্রত্যয়নপত্র (যদি থাকে) এবং অন্যান্য সনদপত্র (যদি থাকে) এর সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে।
৫। আবেদনপত্রের সঙ্গে ১০০/- টাকা ট্রেজারি চালানের মাধ্যমে (কোড নং ১/২২৭১/০০০০/২০৩১)
সংযুক্ত করিতে হইবে।
নিয়োগ প্রক্রিয়া-
১। চুড়ান্ত নিয়োগের পূর্বে প্রার্থীগণকে ক্রমানুসারে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করিতে হবে।
২। পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র সম্পর্কে প্রবেশপত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
৩। লিখিত/ ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনও প্রকার টিএ/ডিএ প্রদান করা হইবে না।
বেতন ও সুযোগ সুবিধা-
১। ৯৭০০-২৩৪৯০ টাকা স্কেলে বেতন প্রদান করা হবে।
২। সরকারের বেতন রীতিমালা অনুসারে অন্যান্য সুযোগ প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ-
০২ ফেব্রুয়ারি ২০২১ ইং

