ব্যবসায় শুরুর আগে যে ৭টি বিষয় জানতেই হবে
ব্যবসায় শুরুর আগে একজন উদ্যোক্তাকে অনেকগুলো বিষয় নজর দিতে হয়। এরমধ্যে বিনিয়োগ ও ব্যবসায়িক লক্ষমাত্রা র্নিধারণ অন্যতম। এ দুটো ঠিকঠাক হওয়ার পরেও ব্যবসায়ীকে বহুমাত্রিক বিষয়ে কাজ করতে হয়। তবে এমন কিছু বিষয় রয়েছে, যা একজন নবীন উদ্যোক্তার জানা থাকলে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।
তাহলে আর দেরি কেন? চলুন জেনে নেওয়া যাক তেমনই ৭টি কৌশল বা ধারনা-
১. কঠিন পথ পাড়ি দেওয়ার মানসিকতা
ভোগবিলাসের মধ্যে শুয়েবসে উদ্যোক্তা হওয়া যায় না। এ জন্য প্রয়োজন নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম। কথায় আছে, পরিশ্রমই সৌভাগ্যের চাবিকাঠি। তাই একজন শিল্পোদ্যোক্তাকে অবশ্যই নিষ্ঠাবান এবং পরিশ্রমী হতে হবে।
২. বাজারে পণ্য বা সেবার চাহিদা তৈরি করা
একজন সফল শিল্পোদ্যোক্তা সবসময় বাজার সম্পর্কে সচেতন থাকেন। ভোক্তার চাহিদার আদিঅন্ত থাকতে হবে নখদর্পণে। সে অনুযায়ী তিনি পণ্য সরবরাহ করবেন। একজন ভালো উদ্যোক্তাকে ক্রেতার রুচী সর্ম্পকেও ধারনা রাখতে হবে। সে অনুযায়ী পন্য সরবরাহ করলে বাজারে প্রভাব বিস্তার করা সহজ।
শিল্পোদ্যোক্তাকে সবসময় সম্ভাবনাময় পণ্যের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। এতে পণ্যের প্রসারের পাশাপাশি ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা থাকে।
৩. পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করা
সফল শিল্পোদ্যোক্তা সবসময় মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকেন। ব্যবসায়িক কারণে প্রায়ই তাকে পারস্পরিক যোগাযোগ রক্ষা করতে হয়। শুধু মাত্র ক্রেতাদের সঙ্গেই সর্ম্পক নয়, প্রতিদ্বন্দ্বীদের সঙ্গেও যোগাযোগ রাখা বাঞ্জনীয়।

৪. ধৈর্য ধারন করা
একজন উদ্যোক্তার সবচেয়ে বড় গুণ হলো ধৈর্য। কারণ লাভক্ষতি নিয়ে ব্যবসায়। আর ক্ষতির সম্মুখীন হলে তাকে ধৈর্যধারণ করতে হবে। ধৈর্যধারণই ব্যবসায়ে সফলতা লাভের উপায়। শিল্পোদ্যোক্তা ধৈর্যশীল হলে তার প্রতিষ্ঠান লাভবান হয়ে থাকে।
৫. ভোক্তাদের সঙ্গে আলাপচারিতা
শিল্প স্থাপনের আগে ভোক্তাদের সঙ্গে আলাপ করা জরুরি। কারণ এতে পণ্যের চাহিদা সম্পর্কে জানার সুযোগ হয়ে থাকে। শিল্পোদ্যোক্তারা এ কারণে ব্যবসায় শুরু করার আগে ভোক্তাদের সঙ্গে আলাপ করে পণ্যের চাহিদা সম্পর্কে অবগত হন। ব্যবসায়িক ভাষায় একে মার্কেট রিসার্সও বলা হয়ে থাকে।

৬. সম্ভাবনাময় পণ্যের প্রতি দৃষ্টি দেওয়া
শিল্পোদ্যোক্তাকে সবসময় সম্ভাবনাময় পণ্যের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। এতে পণ্যের প্রসারের পাশাপাশি ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। শিল্প স্থাপনের আগে সম্ভাবনাময় পণ্য সম্পর্কে জানাশোনা থাকা ভালো।
৭. সমস্যা সমাধানে পটু
সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার গুণ শিল্পোদ্যোক্তার মধ্যে থাকা জরুরি। একজন শিল্পোদ্যোক্তাকে সমস্যা সমাধানে উপস্থিত বুদ্ধির অধিকারী হওয়াও বাঞ্ছনীয়। এতে ব্যবসায়ের নানাবিধ সমস্যা অনায়াসে সমাধান করতে পারবেন তিনি।
এইচএকে/আরআর
