মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়ারলেস অপারেটর পদে (গ্রেড-১৮) নিয়োগ পরীক্ষার (লিখিত) ফল প্রকাশিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এ ফল পাওয়া যাবে। এতে মৌখিক পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে।
এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়ারলেস অপারেটরের ৪৩টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। গত ১৯ ফেব্রুয়ারি এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষার ফলাফলে ২৮৩ জন উত্তীর্ণ হয়েছেন। মৌখিক পরীক্ষা আগামী ৪ থেকে ৬ জুন অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইট www.dnc.gov.bd–তে মৌখিক পরীক্ষা বিস্তারিত সূচি প্রকাশ করা হবে। এ ছাড়া উত্তীর্ণ প্রার্থীদের এসএমএসের মাধ্যমে মৌখিক পরীক্ষার সূচি জানানো হবে।

