জাতিসংঘের তরুণ প্লাটফর্মে দেশের প্রতিনিধি হলেন সাতক্ষীরার সিয়াম
জাতিসংঘের সবচেয়ে মর্যাদাপূর্ণ তরুণদের সংগঠন এশিয়া ইয়ুথ ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড ন্যাশনসের ইউনাইটেড ন্যাশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনে বাংলাদেশের তরুণ প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার এস এম সিয়াম ফেরদৌস। তিনি খুলনা পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।
মঙ্গলবার (১ জুন,২০২১) ভার্চুয়াল সভায় সদস্য পদ লাভের বিষয় নিশ্চিত করেছে সংগঠনটি। এ সময় কোভিড পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের পর্যটনের সমস্যা সমাধানে নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন সিয়াম।
এর আগে এই তরুণ অংশ নেন বাংলাদেশ টেলিভিশন বিটিভির ১২তম কুইজ প্রতিযোগিতা, জাতীয় রচনা প্রতিযোগিতা ও খুলনা বিভাগীয় প্রতিযোগিতায়।

২০২১ সালের মার্চ মাসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে খুলনা বিভাগীয় বিতর্ক প্রাক বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেরা, জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে, বিজ্ঞান মেলা, উন্নয়ন মেলা, জাতীয় শিক্ষা সপ্তাহ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিএফএফ সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক, ডিবেট বাংলাদেশ, শিশুদের মৌসুমি কুইজ ও বিতর্ক, শিশু একাডেমি বিতর্ক ছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় সিয়াম নিজেকে প্রমাণ করেছেন।
এ বিষয় সিয়াম বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। বাংলাদেশের মধ্যে লুকিয়ে আছে অপার সম্ভাবনা। শুধু প্রয়োজন এই সম্ভাবনার সঠিক ব্যবহার।’
তিনি আরও বলেন, ‘আমি ডাক্তার হতে চাই। গরিব ও অসহায় মেহনতি মানুষের পাশে দাঁড়াতে চাই। পাশাপাশি দেশের উন্নয়ন, পরিকল্পনা ও দেশের সমৃদ্ধির জন্য কাজ করে যেতে চাই। তরুণরাই আগামী দিনের দেশ বিনির্মাণের কারিগর।’
