বিডিবিএল ও সোনালী ব্যাংকের ‘সিনিয়র আইটি অফিসার’ পদের ফল প্রকাশ
সোনালী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ‘সিনিয়র অফিসার (আইটি)’ পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। এতে দুই ব্যাংকের জন্য ৩৬ জন প্রার্থীকে মনোনীত করা হয়েছে। বিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে সোনালী ব্যাংক লিমিটেড বাংলাদেশের জন্য মনোনীত হয়েছে ৩৩জন প্রার্থী। অপর তিন জনকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
প্রার্থীদের এ মেধা তালিকা প্রণয়ন করা হয়েছে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে।
সোনালী ব্যাংক লিমিটেডে চাকরি পাওয়া প্রার্থীদের রোল নম্বরগুলো হলো- ৩০৩৫১, ৩০৪১২, ৩০৭৬৫, ৩০৮৫৩, ৩০৯০০, ৩১০৩৪, ৩১৬৮০, ৩১৮১২, ৩১৮৫৬, ৩২০৯৬, ৩২৩৩৯, ৩২৮২৩, ৩৩০৪১, ৩৩১৩১, ৩৩২৭১, ৩৩৩৫৮, ৩৩৩৬০, ৩৩৩৭৪, ৩৩৫৬৪, ৩৩৬৭৬, ৩৩৯৯৪, ৩৪০৪৩, ৩৪৪৫৫, ৩৪৫৩৫, ৩৪৫৭৩, ৩৪৫৮১, ৩৪৭০১, ৩৪৮৯৩, ৩৪৯০১, ৩৫১২৩, ৩৫৩৯০, ৩৫৫৬০ ও ৩৫৬৩১।
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে চাকরি পাওয়া প্রার্থীদের রোল নম্বরগুলো হলো- ৩৩৩৬১, ৩৪৬০৫ ও ৩৪৬৯৫।
এরআগে ২০১৮ সালভিত্তিক ৩৬টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে গত বছরের ৩ নভেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৩ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় মৌখিক পরীক্ষা।
দুই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে একটি তালিকা করা হয়। সেই তালিকা থেকে মেধার ভিত্তিতে ৩৬ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করেছে বিএসসি।
উল্লেখ্য, নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম সোনালী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড কর্তৃক সম্পাদিত হবে বলে জানিয়েছে বিএসসি।
প্রকাশিত ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন দেখা দিলে কর্তৃপক্ষ তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
