সমন্বিত চার ব্যাংকের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ‘ঊর্ধ্বতন কর্মকর্তা (আইটি/আইসিটি’ পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। সমন্বিতভাবে এ চার ব্যাংকে মোট ৬২ জনকে নিয়োগ দেওয়া হবে।
সোনালী ব্যাংকে ১০, জনতা ব্যাংকে ৩৯, বাংলাদেশ কৃষি ব্যাংক ৯ ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৪ জন নিয়োগ পাচ্ছেন।
সোনালী ব্যাংক লিমিটেডে সুপারিশকৃত নিয়োগপ্রাপ্তরা হলেন-
৩২১৪৬, ৩৩৬৯৭, ৩৬৩৮২, ৩৬৪৫৮, ৩৬৮০০, ৩৭২৮৭, ৩৮৫১৪, ৩৮৭৩৫, ৪২১২১, ৪২৪০৬= ১০ জন।
জনতা ব্যাংক লিমিটেডে সুপারিশকৃত নিয়োগপ্রাপ্তরা হলেন-
৩১৫১৪, ৩১৮২১, ৩২০১৫, ৩২৯৯৯, ৩৩০৫৪, ৩৩৩৩২, ৩৩৮১৩, ৩৩৮৯৯, ৩৩৯১৩, ৩৪১২৫, ৩৪২৫৫, ৩৪৬২৬, ৩৪৬৯৭, ৩৫৬২৫, ৩৫৮০০, ৩৫৮৯৫, ৩৬৮৫৩, ৩৭৩৭৮, ৩৭৪৬০, ৩৭৯১২, ৩৮৬৭১, ৩৯৪৭৯, ৪০২৭৯, ৪২২১৮, ৪২৪৮৫, ৪৩০১৩, ৪৩০৮৫, ৪৩১৩৭, ৪৩১৭৪, ৪৩৪৫৯, ৪৪১৮৮, ৪৪৩৪২, ৪৪৩৯৭, ৪৪৪২১, ৪৪৪৫৫, ৪৪৯৩৭, ৪৫৫৫৭, ৪৫৮২২, ৪৫৮৬১ = ৩৯ জন।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সুপারিশকৃত নিয়োগপ্রাপ্তরা হলেন-
৩৩৪৩০, ৩৩৬৫৯, ৩৩৮৪৩, ৩৪৯১৮, ৩৫০৫৯, ৩৬৩৫৫, ৩৬৭৪০, ৩৭৪১৮, ৪০১৬৪= ৯ জন।
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে সুপারিশকৃত নিয়োগপ্রাপ্তরা হলেন-
৩২২৪৭, ৩৭৫১৪, ৪২২২৭, ৪৫৫৮১ = ৪ জন।
উল্লেখ্য, `ঊর্ধ্বতন কর্মকর্তা (আইটি/আইসিটি)’ ১২০টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে বিএসসি। ২০১৮ সালের ১৫ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে নেওয়া হয় মৌখিক পরীক্ষা।
দুই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে প্রণীত মেধা তালিকা হতে ৬২ জন প্রার্থীকে দ্বিতীয় পর্যায়ে নিয়োগের জন্য নির্বাচন করা হয়েছে।
ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) জানিয়েছে, নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম ব্যাংকগুলো সম্পাদন করবে। প্রকাশিত ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন দেখা দিলে বিএসসি কর্তৃপক্ষ তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
