ব্যবস্থাপক নেবে বিপ্রপার্টি ডটকম
প্রপার্টি ক্রয়-বিক্রয়ের পোর্টাল বিপ্রপার্টি ডট কম সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের বিপণন ও জনসংযোগ বিভাগে লোকবল নিয়োগে দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম- বিপ্রপার্টি ডটকম
পদের নাম- ব্যবস্থাপক (বিপণন ও জনসংযোগ)
পদের সংখ্যা- নির্ধারিত না
কাজের ধরন- পূর্ণকালীন
কর্মস্থল- ঢাকা
আবেদন যোগ্যতা-
১। বিবিএ/ এমবিএ ডিগ্রি থাকতে হবে।
২। ‘ও’ লেভেল/ ‘এ’ লেভেল এবং বিদেশী স্নাতকধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩। বয়সীমা ২৮-৩৫ বছর
৪। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
৫। অফলাইন এবং অনলাইন বিপণনে পারদর্শী হতে হবে।
৬। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহীরা অনলাইনে আবদেন করতে সিভি পাঠাতে হবে [email protected]
বেতন ও সুযোগ সুবিধা
১। বেতন আলোচনা সাপেক্ষ
২। কোম্পানীর নীতিমালা অনুসারে অন্যান্য সুযোগ সুবিধা প্রদান
