১৮ কোটি টাকার মূর্তিসহ গ্রেপ্তার দুজন রিমান্ডে

রাজধানীতে ১৮ কোটি টাকা মূল্যের ৩৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার দুই আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার(১০ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মিজানুর রহমান ও মো. শহিদুল ইসলাম।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। জানা যায়, এ দিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।
এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় র্যাবের একটি দল মিরপুরের শাহ আলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ কোটি টাকা মূল্যের ৩৪ কেজি ওজনের কষ্টিপাথরের লক্ষ্মী নারায়ণ/মহাদেব মূর্তি, চারটি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার ৭০০ টাকাসহ তাদেরকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, গ্রেপ্তাররা কষ্টিপাথরের মূর্তি পাচারকারী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে দুর্লভ প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে অবৈধভাবে দেশের বাইরে পাচারের প্রস্তুতি নিচ্ছিল।
টিএইচ/এফআর