সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৩১ মার্চ

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে ক্যাসিনো কাণ্ডে দায়ের করা মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৩১ মার্চ দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২২ মার্চ) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন।
এ দিন সম্রাট আদালতে উপস্থিত ছিলেন। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে আদালতে আনা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
গত ৭ মার্চ সম্রাটের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আজ আদালত জামিন আবেদনের ওপর শুনানির জন্যও ৩১ মার্চ দিন ধার্য করেছেন।
২০২০ সালের ৭ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ও অবৈধ ক্যাসিনো কাণ্ডে দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় ২০১৯ সালের ১২ নভেম্বর বাদী হয়ে মামলাটি দায়ের করেন দুদক উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। এরপর দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এসএসএইচ
