জুনিয়রের ধর্ষণ মামলায় মোমতাজ উদ্দিন মেহেদীর জামিন আবেদন

ধর্ষণ মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন।
সোমবার (২৮ মার্চ) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়েছে।
এর আগে অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করেন তার চেম্বারের এক জুনিয়র আইনজীবী।
ভুক্তভোগী ওই নারী এজাহারে উল্লেখ করেন, ২০১৭ সালে আইনজীবী মোমতাজ উদ্দিন মেহেদীর সঙ্গে তার পরিচয় হয়। জুনিয়র হওয়ায় এবং তার সঙ্গে কাজ করার সুবাদে বিভিন্ন সময়ে মেহেদী তাকে প্রস্তাব দেন। এরপর মেহেদীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে এবং বিভিন্ন সময়ে মেহেদী তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করেন। পাশাপাশি স্বামীকে তালাক দিয়ে তাকে বিয়ে করতে বলেন।
মেহেদীর এমন প্রস্তাবে রাজি হয়ে ২০২১ সালের ২৮ নভেম্বর তিনি স্বামীকে তালাক দেন। এরপর বিভিন্ন সময়ে তাকে বিয়ের জন্য চাপ দিলেও বিয়ে করেননি মেহেদী। সর্বশেষ বার কাউন্সিলে অভিযোগ দেওয়ার কথা জানালে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একটি কাজী অফিসে গিয়ে তাকে বিয়ে করেন মেহেদী।
এরপর গত ২৩ মার্চ মেহেদীর কলাবাগানের গ্রীনরোডের ‘গ্রীন বসতি হেলমেট’ নামের অ্যাপার্টমেন্টে গেলে কোনোভাবেই তাকে ঢুকতে দেওয়া হয় না। উল্টো তাকে মারধর করা হয়। এ ঘটনার পরদিন ২৪ মার্চ সমাধানের কথা বলে ভুক্তভোগী ওই নারী আইনজীবীকে সেগুনবাগিচার বসতি অ্যাম্বাসেডর নামের একটি ফ্ল্যাটে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন মেহেদী।
মামলার বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, ওই নারী আইনজীবী মেহেদীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। পুলিশ মামলার বিষয়টি খতিয়ে দেখছে।
এমএইচডি/এসএসএইচ