সুপ্রিম কোর্টে ডিআইইউ লইয়ার্স সোসাইটির ইফতার মাহফিল

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) সুপ্রিম কোর্ট লইয়ার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সুপ্রিম কোর্ট বার ভবনের ক্যান্টিনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে দেড় শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন।
সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইনামুল হোসাইন সুমনের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কাজী রেজা-উল হক, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সাঈদ আহমদ রাজা,ব্যারিস্টার এম এ মাছুম, অ্যাডভোকেট নূর নবী বুলবুল, অ্যাডভোকেট মাসুদ হাসান পরাগ, ব্যারিস্টার ইমাম হাসান, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সুপ্রিম কোর্ট লইয়ার্স সোসাইটির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নূর নবী সুমন, জিএম নজরুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. সোহরাব সরকার, খালেদ মোশারফ রিপন, মো. মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।
এমএইচডি/এসকেডি