শিশু সানমুন হত্যা: একজনের স্বীকারোক্তি, তিনজনের রিমান্ড

রাজধানীর মিরপুর এলাকা থেকে সানমুন নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। একই সঙ্গে অপর তিন আসামির সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২০ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. তামিম রহমান চার আসামিকে আদালতে হাজির করেন।
এদিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালতে মামলার চার আসামির মধ্যে নূর আলম প্রলয়, খায়রুল ইসলাম ও ইয়াসিন আফাত কবিরকে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত তাদের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অপর আসামি ইউসুফ নেওয়াজের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানো হয়।
আসামি প্রলয় পুলিশকে জানায়, ১৫ ডিসেম্বর হাসপাতালে চাচার নবজাতক সন্তানকে দেখতে যায় সানমুন। সেখান থেকেই তাকে অপহরণ করা হয়। পরে রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেটের ছাদে নিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় সানমুনের মা রোকসানা পারভীন রুপা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মিরপুর মডেল থানায় একটি মামলা করেন।
জানা গেছে, গত ১৫ ডিসেম্বর নিখোঁজ হয় শিশু সানমুন। এ ঘটনায় সানমুনের সৎ চাচা রনি ও ফুফাতো ভাই প্রলয় অপহরণের নাটক সাজিয়ে তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এমনকি বিকাশের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটির কাছ থেকে কিছু টাকাও তারা হাতিয়ে নেন। তদন্তে পুলিশ অপহরণের সঙ্গে সানমুনের সৎ চাচা এবং ফুপাতো ভাই প্রলয়ের সম্পৃক্ততা খুঁজে পায়।
টিএইচ/এমএইচএস