নিবন্ধন সনদধারী ২৬৭ জনকে শিক্ষক পদে নিয়োগ দিতে রুল

১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সনদধারী নিয়োগবঞ্চিত ২৬৭ জন প্রার্থীকে শূন্যপদের বিপরীতে কেন নিয়োগের সুপারিশ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (০১ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, এনটিআরসিএর (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ্ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নাছিমুল ইসলাম রাজু।
পরে আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া বলেন, ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে শূন্যপদের ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করার নিয়ম থাকলেও তা না করায় প্রাথমিকভাবে কিছু সংখ্যক প্রার্থী হাইকোর্টে রিট আবেদন করলে হাইকোর্ট তাদের পক্ষে রায় দেন। যা আপিল বিভাগেও বহাল থাকে। রায়ের আলোকে রিটকারীরা শূন্যপদের বিপরীতে নিয়োগের সুপারিশ প্রার্থনা করে রিট দায়ের করেন।
রিটকারীরা হলেন- মো. বাকি বিল্লাহ ভূইয়া, মো. আরিফুল ইসলাম, মো. নছির উদ্দিন, মো. জসিম, মোহাম্মদ খাইরুল ইসলাম, মো. ইব্রাহিম, মো. রেজাইল ইসলাম, উৎপল কুমার রায়, ব্রজবাসী বিশ্বাস, ফারহানা আক্তার, আম্বিয়া খাতুন, নুর নাহার সোমা, প্রদীপ শিকারী, মো. আরিফুর রহমান, মো. আল আমিন, মো. ওয়াহিদুল ইসলাম, মো. সিদ্দিকুর রহমান, শারমিন সুলতানা, মো. নুরুজ্জামান, মো. জাহাঙ্গির আলমসহ ২৬৭ জন।
এমএইচডি/জেডএস