সিলেটের পিবিআই ও সিআইডি কর্মকর্তাকে হাইকোর্টে তলব

সিলেটের গোয়াইনঘাটের শিব্বির আহমদ হত্যা মামলার অন্যতম আসামি শামীম আহমেদকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে সিলেটের পিবিআই কর্মকর্তা মোহন লাল তালুকদার ও সিআইডি কর্মকর্তা মো. আসমাউল হককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৩ নভেম্বর (বৃহস্পতিবার) তাদের সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আসামি শামীম আহমদের জামিন শুনানির সময় সোমবার (২৪ অক্টোবর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।
জানা যায়, ২০১৮ সালের ২৩ এপ্রিল শিব্বির আহমদ হত্যার ঘটনায় তার ভাই তারেক আহমদ গোয়াইঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার ২ নম্বর আসামি করা হয় শামীম আহমদকে। এই মামলায় ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর পিবিআইয়ে কর্মকর্তা মোহন লাল তালুকদার আসামি শামীম আহমদকে অব্যাহতি দিয়ে চার্জশিট দাখিল করেন। পরে সিআইডিকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
২০১৯ সালের ২৯ অক্টোবর সিআইডি কর্মকর্তা আসমাউল হক একইভাবে আসামি শামীম আহমদকে অব্যাহতি দিয়ে চার্জশিট দাখিল করেন। এর বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী। গত ২৫ এপ্রিল আসামি শামীম আহমদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন সিলেটের আদালত। শামীম আহমদ কারাগার থেকে জামিন আবেদন করেন। জামিন আবেদনের শুনানির সময় আসামি শামীম আহমদকে অব্যাহতি দিয়ে চার্জশিট দাখিলের বিষয় হাইকোর্টের নজরে আসে। তখন দুই তদন্ত কর্মকর্তাকে তলব করেন আদালত।
এমএইচডি/জেডএস