সাংবাদিক শাকিল হত্যাচেষ্টায় ফের সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য

যমুনা টিভির সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরাপারসন শাহীন আলমকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলাটি রায় থেকে উত্তোলন করে আবারও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত।
সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, আজ (৮ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে রায় ঘোষণা না করে বিচারক মামলাটি রায় থেকে উত্তোলন করে জব্দকৃত সিডি প্রদর্শন ও এ বিষয়ে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৩ ডিসেম্বর দিন ধার্য করেন।
এর আগে, গত ৭ সেপ্টেম্বর একই আদালত উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য গত ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন। তবে ২০ সেপ্টেম্বর রায় প্রস্তুত না হওয়ায় সেদিন আদালত তা পিছিয়ে ১৮ অক্টোবর নতুন দিন ধার্য করেন। সেদিনও একই কারণে রায় ঘোষণার দিন পিছিয়ে দেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ৬ নভেম্বর রাজধানীর চকবাজারে দেবীদাস লেনে অবৈধ পলিথিন ব্যাগ তৈরির অবৈধ কারখানা নিয়ে প্রতিবেদন তৈরি করতে গিয়ে হামলার শিকার হন যমুনা টিভির সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরাপারসন শাহীন আলম। রহিম, জব্বার, জাকিরের নেতৃত্বে হামলাকারীরা তাদের ওপর চড়াও হন এবং ক্যামেরা ভাঙচুর করেন। হামলাকারীরা এক পর্যায়ে শাকিল হাসানের গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজন এগিয়ে এলে প্রাণে বেঁচে যান শাকিল।
এ ঘটনায় শাকিল হাসান বাদী হয়ে চকবাজার থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
এরপর ২০১৭ সালের ৬ জুন আটজনকে আসামি করে চার্জশিট দাখিল করেন চকবাজার থানার পুলিশ পরিদর্শক মোরাদুল ইসলাম।
মামলার আসামিরা হলেন- শাওন হাওলাদার, আব্দুর রহিম, অভি, হাবিবুর রহমান, জব্বার, জাকির হোসেন, জাহাঙ্গীর আলম ও ইলিয়াস হোসেন।
২০১৮ সালের ৪ জানুয়ারি আসামি জাহাঙ্গীর আলম ও ইলিয়াস হোসেনকে অব্যাহতি দিয়ে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
এনআর/এনএফ