জামায়াত আমিরের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

Dhaka Post Desk

আদালত প্রতিবেদক

১৩ ডিসেম্বর ২০২২, ০৩:৩১ পিএম


জামায়াত আমিরের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আদালতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান/ ছবি : ঢাকা পোস্ট

রাজধানীর যাত্রাবাড়ী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : জামায়াত আমির ডা. শফিকুর রহমান গ্রেপ্তার

আদালতের যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে জামায়াত আমিরকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

এনআর/এসকেডি

Link copied