নয়াপল্টনে সংঘর্ষ : স্বেচ্ছাসেবক দলের নেতা তিন দিনের রিমান্ডে

Dhaka Post Desk

আদালত প্রতিবেদক

১৩ ডিসেম্বর ২০২২, ০৬:১৭ পিএম


নয়াপল্টনে সংঘর্ষ : স্বেচ্ছাসেবক দলের নেতা তিন দিনের রিমান্ডে

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে শুনানি শেষে এ মামলায় বিএনপির ১০৬ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার আসামি আজিজুরকে আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় কারাগারে থাকা ১০৬ আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের জামিন নামঞ্জুর করেন।

গত বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে সেখানে অনেক ককটেল পাওয়ার কথা জানায় পুলিশ।

এ ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দেড় থেকে দুই হাজার বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়।

এনআর/এসকেডি

টাইমলাইন

Link copied