পুলিশের সঙ্গে সংঘর্ষ, ৩ জামায়াত নেতাকর্মী রিমান্ডে

Dhaka Post Desk

আদালত প্রতিবেদক

০১ জানুয়ারি ২০২৩, ০৬:৪১ পিএম


পুলিশের সঙ্গে সংঘর্ষ, ৩ জামায়াত নেতাকর্মী রিমান্ডে

পুলিশের কাজে বাধা, হামলা ও বিস্ফোরণের অভিযোগে রাজধানীর শাহজাহানপুর থানায় দায়ের হওয়া মামলায় জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মীর দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—শাহজাহানপুর থানার জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি মোশারফ হোসেন চঞ্চল, সদস্য শেখ মহম্মদ মাসুদ ও মো. খালেদ হোসেন খান। 

রোববার (১ জানুয়ারি) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত।

আদালতের শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি জানিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা ৩টায় জামায়াতে ইসলাম, ছাত্রশিবির ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মৌচাক থেকে মালিবাগ মোড়ের দিকে সরকার পতনের স্লোগান দিতে থাকে। এসময় তারা অস্ত্র সহকারে সজ্জিত হয়ে গণমিছিল নিয়ে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর করে। তাদের বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

এনআর/কেএ

Link copied