ইনসানিয়াত বিপ্লবকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার রায় বহাল

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ জানুয়ারি ২০২৩, ০৪:০৭ পিএম


ইনসানিয়াত বিপ্লবকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার রায় বহাল

‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

দলটির নিবন্ধন স্থগিতে নির্বাচন কমিশনের আপিল খারিজ করে রোববার (২২ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। ইসির পক্ষে ছিলেন আইনজীবী ড. মো. ইয়াছিন।

এর আগে ২০১৯ সালের ১১ এপ্রিল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

পরে নির্বাচন কমিশন এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে।

২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর ইনসানিয়াত বিপ্লবকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

এমএইচডি/জেডএস

Link copied