ডাচ বাংলা ব্যাংকের টাকা ছিনতাই : চার আসামির দোষ স্বীকার

Dhaka Post Desk

আদালত প্রতিবেদক

১৬ মার্চ ২০২৩, ০৭:৩৯ পিএম


ডাচ বাংলা ব্যাংকের টাকা ছিনতাই : চার আসামির দোষ স্বীকার

রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী আকাশ আহম্মেদ বাবুলসহ চারজন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয় স্বীকার করেন।

অন্য তিন আসামি হলেন, সাগর মাতুব্বর, মিজানুর রহমান ও সোনা মিয়া।

বৃহস্পতিবার (১৬ মার্চ) পাঁচ দিনের রিমান্ড চলাকালীন তাদের আদালতে হাজির করে পুলিশ। এসময় তারা টাকা ছিনতাইয়ের দোষ স্বীকার করে জবানবন্দি সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের ইন্সপেক্টর সাজু মিয়া। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম আসামি মিজানুর রহমান ও সোনা মিয়া এবং ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নরুল হুদা চৌধুরী আসামি আকাশ ও সাগর মাতুব্বরে জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আদালতের তুরাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এনআর/এসকেডি

Link copied