বঙ্গবাজারে আগুন

পুলিশের ওপর হামলা : রিমান্ড শেষে কারাগারে ৩ আসামি

Dhaka Post Desk

আদালত প্রতিবেদক

০৮ এপ্রিল ২০২৩, ০৩:২১ পিএম


পুলিশের ওপর হামলা : রিমান্ড শেষে কারাগারে ৩ আসামি

রাজধানীর বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও পুলিশের ওপর হামলার ঘটনায় বংশাল থানায় দায়ের করা মামলায় তিন আসামির এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

কারাগারে যাওয়া আসামিরা হলেন মো রাজু, শাওন ও শাহাদাৎ হোসেন।

শনিবার (৮ এপ্রিল) তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার এসআই মাসুদুল হাসান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক সামাদ বিষয়টি জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (৬ এপ্রিল) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের তিন দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা বংশাল থানার এসআই মাসুদুল হাসান। অপর দিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে বৃহস্পতিবার ৬ এপ্রিল বংশাল থানার এসআই ইস্রাফিল হাওলাদার বাদী হয়ে অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এনআর/এমএ

টাইমলাইন

Link copied