কেউ হেয়ারিং করতে চান না, সবাই রুল আর বেইল চান : হাইকোর্ট

আদালতে বিচারকাজ শুরুর সময় এজলাস কক্ষে আইনজীবীদের উপস্থিতি একেবারে কম দেখে হতাশা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এটা হেয়ারিং বেঞ্চ। এখানে আইনজীবীর উপস্থিতি কম থাকা স্বাভাবিক। কিন্তু এত অল্প সংখ্যক আইনজীবী থাকা দুঃখজনক।
সোমবার (২২ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
এ দিন সকাল ১০টা ৩০ মিনিটে বিচারপতিরা এজলাস কক্ষে আসন গ্রহণ করেন। এ সময় এজলাসের কক্ষের ডানপাশের সারিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদসহ অল্প কয়েকজন আইনজীবী ছিলেন ও দুটি গণমাধ্যমের প্রতিবেদক উপস্থিত ছিলেন।
আইনজীবীদের উপস্থিতি কম দেখে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, আইনজীবীদের উপস্থিতি এতো কম কেন? এটা হেয়ারিং বেঞ্চ। এখানে আইনজীবীর উপস্থিতি কম থাকা স্বাভাবিক। তবে এতো কম উপস্থিতি দুঃখজনক।
আদালত বলেন, কেউ মামলার হেয়ারিং করতে চান না। সবাই রুল আর বেইল চান।
ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্যে করে বলেন, বুঝেছেন ডিএজি সাহেব? এই হলো আমাদের অবস্থা।
এরপর আদালতের কার্যতালিকা অনুযায়ী বিচারকাজ শুরু হয়। ধীরে ধীরে আদালত কক্ষে আইনজীবীদের উপস্থিতি বাড়তে থাকে।
এমএইচডি/ওএফ