কোকেন-হেরোইন মামলা : আফসানা মিমির জামিন স্থগিত

কোকেন ও হেরোইন সংগ্রহ ও হেফাজতে রাখার মামলায় আফসানা মিমি নামে এক আসামিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
রোববার (২৮ মার্চ) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন।
পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ জানান, আফসানা মিমিকে হাইকোর্ট জামিন দিয়েছিলেন। সেই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ ১৮ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত।
মিমি চট্টগ্রামের সন্দীপের বাসিন্দা। তিনি ২০১৯ সালের জানুয়ারিতে গ্রেফতার হয়েছিলেন।
গত বছরের ২৭ সেপ্টেম্বর একই মামলার আসামি চয়েজ রহমানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছিলেন আপিল বিভাগের চেম্বার আদালত। ওই দিন রাষ্ট্রপক্ষ জানিয়েছিল, দেশ-বিদেশ থেকে ৩০২ দশমিক ৩৫৯ কেজি হেরোইন ও ৫ দশমিক ২৯৮ কেজি কোকেন সংগ্রহ ও হেফাজতের অভিযোগে উত্তরা পশ্চিম থানায় ২০১৯ সালের ১২ জানুয়ারি এ মামলা করে সিআইডি।
এমএইচডি/এসএসএইচ/এমএমজে