ক্যান্সারে মারা গেলেন যুগ্ম জেলা জজ আহসান হাবীব

ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন যুগ্ম জেলা জজ আহসান হাবীব (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, আহসান হাবীব হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে।
২০২২ সালে ক্যান্সার ধরা পড়ে আহসান হাবীবের শরীরে। এরপর সিঙ্গাপুর, ভারতেও চলে চিকিৎসা। তার বয়স হয়েছিল ৪০ বছর।
আহসান হাবীব ২০১০ সালে সহকারী জজ হিসেবে রাজশাহীতে বিচারিক ব্যবস্থায় কাজ শুরু করেন। এরপর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে ময়মনসিংহে দায়িত্বরত ছিলেন। পরবর্তীতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা, যশোর জেলা লিগ্যাল এইড কর্মকর্তা হিসেবে কাজ করেও সুনাম অর্জন করেন তিনি। সর্বশেষ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেব পল্লী বিদ্যুৎ বোর্ডে পদায়ন ছিলেন।
চুয়াডাঙ্গার আলমডাঙায় জন্ম নেওয়া আহসান হাবীব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পারিবারিক জীবনে দুই ছেলের বাবা তিনি। আহসান হাবীবের মৃত্যুতে সহকর্মী, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, আহসান হাবীবের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ এইচ এম হাবিবুর রহমান জিন্নাহ।
/এমএইচডি/এসএসএইচ/