আনসার আল ইসলামের দুই সদস্য রিমান্ডে

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আরিফুল ইসলাম জাহেদ ওরফে আইমান ওরফে আরাহান ওরফে রেহান (৩০) ও বাকী বিল্লাহ ওরফে আবু সামির ওরফে জাফর ওরফে ফয়সাল (৩৪)।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন ( জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সূত্র জানায়,মঙ্গলবার দুপুরে পল্টন থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা আসামিদের ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার (৫ এপ্রিল) রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আইটি বিভাগের প্রধানসহ দুই সদস্যকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি)।
কাউন্টার টেরোরিজম কর্মকর্তারা জানান, গ্রেফতার জাহেদ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্রতিষ্ঠাকালীন সদস্য। তিনি ঢাকা উত্তরের দায়ী বিভাগের প্রধান মাসুল (দায়িত্বশীল)। ২০০৮ সালে জামায়তুল মুসলিমিন নামে সংগঠনে যোগ দেন। পরবর্তীতে ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএতে ভর্তি হন। সেখানে পড়াশুনায় থাকাকালেই সেনাবাহিনী থেকে বহিষ্কার হওয়া মেজর জিয়ার সঙ্গে তার পরিচয় হয় এবং নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দায়ী বিভাগে যোগ দেন।
সম্প্রতি তিনি আল-নসীহা নামে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে সুকৌশলে উগ্রবাদী জিহাদি প্রচার প্রচারণা চালিয়ে আনসার আল ইসলামের সদস্য নিয়োগ করতেন।
সূত্রটি আরও জানায়, গ্রেফতার বাকী বিল্লাহ আনসার আল ইসলামের আইটি ও নজরদারি প্রতিরোধ বিভাগের প্রধান। তিনি বহিষ্কার হওয়া মেজর জিয়ার মাধ্যমে ২০১৪ সালে এই সংগঠনে যোগদান করে মিডিয়া বিভাগে কাজ শুরু করেন।
জেইউ/টিএইচ/এসকেডি