প্রধান বিচারপতিকে চোখের জলে সুপ্রিম কোর্ট থেকে বিদায়

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আজ ছিল শেষ কর্মদিবস। এদিন তার বিদায়বেলায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। চোখের জলে তাকে বিদায় জানান সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সারাদিন কর্মব্যস্ত সময় অতিবাহিত করেন হাসান ফয়েজ সিদ্দিকী। বিভিন্ন ফাইল ও নথিতে সই করেন। বিকেল সাড়ে ৪টার সময় ভার্চুয়ালি ১০টি জেলার আদালতে বিচারপ্রার্থীদের জন্য ন্যায়কুঞ্জ উদ্বোধন করেন।
বিকেল ৫টার দিকে নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের সব বিচারপতি বিদায়ী প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিদায়ী প্রধান বিচারপতি। এবার বিদায়ের পালা। একে একে সুপ্রিম কোর্ট প্রশাসনের সব কর্মকর্তার সঙ্গে কোলাকুলি করেন বিদায়ী প্রধান বিচারপতি। তখন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কোলাকুলি করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন প্রধান বিচারপতির দপ্তরের কর্মকর্তারা।
আরও পড়ুন >> মার্কিন ভিসা নীতিতে আমরা বিচলিত নই : বিদায়ী প্রধান বিচারপতি
এরপর কোলাকুলি শেষে এগিয়ে যান তার জন্য রাখা মার্সিডিজ বেঞ্জের গাড়ির দিকে। এসময় বিদায়ী প্রধান বিচারপতিকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন নবনিযুক্ত প্রধান বিচারপতি। শেষ দিনের মতো পুলিশ বেষ্টনীতে গাড়ি যেতে থাকে ১৯ নম্বর হেয়ার রোডের বাসার দিকে। নবনিযুক্ত প্রধান বিচারপতি অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখেন বিদায়ী প্রধান বিচারপতির চলে যাওয়ার দৃশ্য। সেই দিকে তাকিয়ে থাকেন আপিল বিভাগের পাঁচ বিচারপতিও।
এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির ব্যাপারে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সেসময় তিনি বলেন, রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে, কারো অনুকম্পায় নয়। স্বাধীনতার সময় যারা বিরোধিতা করেছিল, তারাই এখন বিরোধিতা করছে। তাই এই ভিসা নীতিতে আমরা বিচলিত নই। আমি ব্যক্তিগতভাবে কখনও আমেরিকা যাইনি। ভবিষ্যতেও কখনো যাব না।
এমএইচডি/কেএ