গৃহবধূকে হত্যার ঘটনায় ফের রিমান্ডে স্বামী

রাজধানীর গুলশানে গৃহবধূকে হত্যার ঘটনায় করা মামলায় স্বামী সাকিব আলম মিশুর ফের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলম সরকার তিন দিনের রিমান্ড শেষে ফের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে আসামিকে আদালতে হাজির করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।
গত ৪ এপ্রিল সাকিব আলম মিশুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে ৩ এপ্রিল হাসনা হেনা ঝিলিক (২৮) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা তাহমিনা হোসেন আসমা গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
টিএইচ/এফআর