সুপ্রিম কোর্টের দুই আইনজীবী করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের দুই বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূঁইয়া ও ব্যারিস্টার সাজ্জাদ হোসেন।
অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূঁইয়া শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ব্যারিস্টার সাজ্জাদ হোসেন তার বাসায় থেকে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে আজহার উল্লাহর ভূঁইয়ার জুনিয়র ও সুপ্রিম কোর্ট বারের কার্য নির্বাহী সদস্য অ্যাডভোকেট মহসীন কবীর ঢাকা পোস্টকে জানান, গত ৪ এপ্রিল থেকে অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূঁইয়া করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল তাকে শিকদার মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা ইউনিভার্সিটি এলএলএম ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (ডুলা) সাধারণ সম্পাদক ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ জানান, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন ও তার মা জোহরা আক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ৬ এপ্রিল তাদের করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে। বর্তমানে সাজ্জাদ হোসেন ও তার মা সেগুনবাগিচার বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
ঢাকা ইউনিভার্সিটি এলএলএম ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যারিস্টার সাজ্জাদ হোসেন ও বৃদ্ধ মাতার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূঁইয়া বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি সুপ্রিম কোর্ট বারে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে নির্বাচন করেছিলেন।
অন্যদিকে, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্যানেল আইনজীবী।
এমএইচডি/এফআর