প্রকাশ্যে এলেন সেই বরখাস্ত ডিএজি এমরান

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে অবস্থান নিয়ে বরখাস্ত হওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া অবশেষে প্রকাশ্য এসেছেন।
সোমবার (১৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে তাকে দেখা যায়।
তিনি জানান, ব্যক্তিগত মামলার কারণে সুপ্রিম কোর্টে এসেছেন তিনি। বরখাস্ত করার পর আজই প্রকাশ্য এলেন তিনি।
এসময় তিনি তার এক ক্লায়েন্টের সঙ্গে কথা বলছিলেন।
এর আগে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরিয়ে দেওয়ার পর গত ৮ সেপ্টেম্বর নিরাপত্তাহীনতায় ভোগার কারণ দেখিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসে পরিবারসহ আশ্রয় চেয়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি।
আরও পড়ুন
তখন তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি মার্কিন দূতাবাসে পুরো পরিবারসহ আশ্রয়ের জন্য বসে আছি। আজ আমাকে চাকুরিচ্যুত করা হয়েছে। আমার ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে গত ৪-৫ দিন যাবৎ অনবরত হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এই সরকার ভালোবাসার প্রতিদান দেয় জেল দিয়ে। আমার আমেরিকার কোনো ভিসা নেই। স্রেফ তিনটি ব্যাগে এক কাপড়ে আমার তিন মেয়েসহ কোনোক্রমে বাসা থেকে বের হয়ে এখানে বসে আছি। আমাদের জন্য দোয়া করবেন।’
ড. ইউনূসের বিপক্ষে বিবৃতি দিতে অস্বীকৃতির কথা গণমাধ্যমে জানানো ও তিনি (ইউনূস) বিচারিক হয়রানির শিকার হচ্ছেন বলে মন্তব্য করার জেরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়ার নিয়োগ বাতিল করে দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। ওই দিনই (শুক্রবার) তার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করেন সলিসিটর রুনা নাহিদ আক্তার।
এমএইচডি/এমএসএ